চাল ধোয়া পানি যেসব কাজে লাগাবেন
চাল ধোয়া পানি আমাদের ত্বকের জন্য অনেক উপকার। চাল ধোয়া পানি নিয়মিত ব্যবহার করলে স্কিন ক্যান্সার ঝুঁকি কমায়।
চাল ধোয়া পানি মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়। চাল ধোয়া পানি দিয়ে মুখ ধৌত করলে মুখ উজ্জ্বল হয়। এ পানি কালো দাগ ও ছাপ দূর করে থাকে।
চুলে চালের পানি ব্যবহারের নিয়ম
চুলে চালের পানি ব্যবহার খুব সহজে আমরা করতে পারি। আমরা গোসলের পরে চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার মাখার পর শেষবার চুল ধুতে ব্যবহার করুন চাল ধোয়া পানি। এক কাপ চাল ধোয়া পানির সঙ্গে এক কাপ জল মিশাতে হবে, তাতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশিয়ে নিন।
এই জলটা চুলে ঢেলে ধীরে ধীরে গোড়া থেকে আগ পর্যন্ত ম্যাসাজ করুন। পাঁচ মিনিট রেখে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। এভাবে আপনি চাল ধোয়া পানি ব্যবহার করতে পারেন।
চুলে চালের পানি ব্যবহার করলে চুল মজবুত হয়। খুব দ্রুত কালো ও লম্বা হয়। করা বন্ধ হয়। চুল শক্ত মজবুত করতে চাল ধোয়া পানির অনেক উপকারিতা রয়েছে। নিয়মিত চার্জ ধোয়া পানি ব্যবহার করলে আমাদের চুল পড়া বন্ধ ও চুল কারো লম্বা হবে। চুল দেখতে অনেক সুন্দর হবে।
চাল ধোয়া পানি দিয়ে ত্বকের যত্ন
চাল ধোয়া পানি ব্যবহার করে আমরা এর যত্ন খুব সহজে নিতে পারি। চাল ভেজানো পানির মধ্যে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে এবং তেল নিঃসরণ কমাতে সাহায্য করে।
চাল ধরা পানি তৈরির প্রক্রিয়া
- প্রথমে চাল গুলো পরিষ্কার কিনা তা ভালো করে দেখে নিন। তাহলে কোন ময়লা থাকলে তা ঝরে নিন। হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। এতে করে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।
- এরপর একটি পাত্রের চাল টুকু নিয়ে তাতে পানি দিয়ে দিন। পানি ততটুকুই দিবেন যাতে চালটা পুরো পানিতে ডুবে থাকে।
- পনের মিনিটের জন্য চাল পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে চালের ভিটামিন সব পানিতে চলে যায়।
- ১৫ মিনিট পর পানি থেকে চালগুলো আলাদা করে ফেলুন। যে কোন একটি পাতা চালে পানি সংরক্ষণ করুন। অবশিষ্ট চাল ভাত রান্নার কাজে ব্যবহার করুন।
চাল ধোয়া পানি ত্বকের যত্নে অনেকভাবে ব্যবহার করতে পারি। চাল ধোয়া পানি এটি ত্বকের উপর প্রকৃতির টোনা হিসেবে কাজ করে। রোমকূপ পরিষ্কার করতে এবং ত্বকের প্রকৃতির আভা এনে দিতে কার্যকর ভূমিকা পালন করে চাল ভেজানো পানি। চাল ভেজানো পানি সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী। চাল ভেজানো পানি ব্যবহার করার আগে অবশ্যই ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
চাল ভেজানো পানি ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। চাল ভেজানো পানিতে এক্স করলে টিম বানাতে পারেন। এছাড়া নিয়মিত ব্যবহৃত স্কিনজারের সঙ্গে চাল ভেজানো পানি মিশিয়ে ব্যবহার করা যায়।
যেকোনো ধরনের ত্বকের জন্য চালের পানি অনেক উপকারী। আপনি এ চালের পানি তৈরির পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রেখে একটি ব্যবহার করতে পারবেন। সময় পার হয়ে এলে আবারো নতুন করে তৈরি করে নিন এবং পরবর্তী পাঁচ দিনের জন্য ব্যবহার করুন।
প্রতিদিন চালের পানি ব্যবহার করুন এবং নিজের ত্বককে রাখুন কমল মিশ্রণ এবং প্রাণবন্ত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url