নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি

 বাংলাদেশের চাষকৃত পশু খাদ্যের মধ্যে নেপিয়ার ঘাস উল্লেখযোগ্য। বাংলাদেশে আবহাওয়া নেপিয়ার ঘাস খুব ভালো জন্মে। কচি অবস্থায় পুষ্টিমান বেশি থাকে। এ ঘাস একবার রোপন করলে চার থেকে পাঁচ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।।


 বছরের যে কোন সময় এ ঘাস চাষ করা যায়। তবে ফাল্গুন চৈত্র মাস নেপিয়া ঘাস চাষের জন্য ভালো সময়। পানি জমে এমন জায়গা ছাড়া বাংলাদেশের যে কোন ধরনের মাটিতে ঘাস ভালো জন্মে।

 পোস্ট সূচিপত্র: নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি 

  • নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি 
  • বীজ থেকে নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি

নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি 

ভাইসব মাটিতে ঘাস জন্মালো উঁচু ও বেলে দু আস মাটির নেপিয়ার ঘাসের জন্য সবচেয়ে উপযোগী। প্রচারিত পদ্ধতিতে প্রথমে জমি ভালোভাবে চাষ করে নিতে হবে। জমিতে তিন থেকে চারটি চার্জ দিয়ে ভালোভাবে আগাছা মুক্ত করনের পর কান্ড মুকুল বা বাড সহ কেটে অথবা শিকড়সহ ঘাসের মুথা মাটিতে পড়তে হয়। সাধারণত হেক্টর প্রতি ২৫ থেকে ২৬ হাজার কাটিং মুথা। 

আরো পড়ুন: ড্রাগন ফল চাষ পদ্ধতি

কাটিং রোপনের সময় এক শাড়ি হতে অন্য সাইড দূরত্ব ১.৫ থেকে ২.০ ফুট এবং এক কাটিং হতে অন্য কাটিং এর দূরত্ব ১.০থেকে ১.৫ ফুট রাখতে হবে। রোপনের পর চারার গোড়া মাটি দিয়ে শক্ত করে বাধা দিতে হয়। মাটিতে পর্যাপ্ত রস না থাকলে চারা লাগানোর পর পরই শেষের ব্যবস্থা করতে হবে।

সার প্রয়োগ 

জমি প্রস্তুত কালে একক প্রতি ২০০০ থেকে ২৫০০ কেজি গোবর সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।। এছাড়ায় একক প্রতি ৩৫ কেজি ইউরিয়া ২৬ কেজি টিএসপি ও ২০ কেজি এমপি দিলে ফলন ভালো পাওয়া যায়। প্রতিবার ঘাস কাটার পর একক প্রতি ২৬ কেজি হারে ইউরিয়া সার প্রদান করলে পরবর্তী ফলন ভালো হয়। স্যার ছিলানো আগে দুই সারির মাঝখানের মাঠে ভালোভাবে নাঙ্গল অথবা কোদাল দিয়ে আলগা করে দিতে হবে।

আরো পড়ুন: গরু মোটাতাজা করার করণীয়

সেচ পদ্ধতি 

প্রয়োজন নাই তবে শুষ্ক মৌসুমে ১৫-২০ দিন পর পর শেষ প্রদান করতে হয়। নেপিয়ার ঘাস চাষের জন্য তেমন কোনো পানির প্রয়োজন হয় না। সার প্রয়োগের আগে পানি দিলে কাজ করবে বেশি। তবে উচু জমির জন্য একটি একটু পানি বেশি প্রয়োজন। জমি হলে তেমন পানি প্রয়োজন হয় না। 

নেপিয়ার ঘাসের পরিচর্যা 

নেপিয়ার ঘাস কাটার পর গরুকে খাওয়ানো ভালো। কারণ জমিতে গরু ছাগল চড়তে দিলে মাটি শক্ত হয়ে যায় অথবা ঘাসের গোড়া আলগা হয়ে ঘাস মরে যাওয়া সম্ভাবনা থাকে। প্রতিবার সার প্রয়োগের আগে সম্ভব না হলে বছরের দুইবার ঘাসের শাড়ির মাঝখানের মাটি ভালোভাবে আলগা করে দিতে হয়। এতে ঘাসের শিকড় ভালোভাবে ছড়াতে পারে এবং সহজে মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে। পোস্ট থেকে ফাল্গুন মাস পর্যন্ত শীতের তীব্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে নেপীয়ার ফলন একেবারে কমে যায়। এমন সময় ছাগল জাতের ডগা নষ্ট করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

আরো পড়ুন: ড্রাগন ফলের উপকারিতা

নেপিয়ার ঘাস কাটা বা ফলন 

নেপিয়ার ঘাস লাগানোর ৪০ থেকে ৫০ দিন পর গবাদি পশুকে খাওয়ানোর যেতে পারে। গরমকালে ত্রিশ থেকে ৪৫ দিন পর পর এবং শীতকালে ৫০ থেকে ৬০ দিন পর পর এই ঘাস কাটা যায়। ঘাস কাটার সময় গোড়ার দিকে দুই থেকে তিন ইঞ্চি রেখে কাটতে হবে প্রতিবছর এক একর জমিতে ৬০০০ থেকে ৬৫০০ কেজি (৬০ থেকে ৬৫) মেট্রিক টন কাঁচা ঘাস পাওয়া যায়।

নেপিয়ার ঘাস খাওয়ানোর নিয়ম 

ঘাস কাটার পর টুকরো টুকরো করে গবাদি পশুকে খাওয়ানো যায়। এছাড়া দুই থেকে তিন ইঞ্চি করে কেটে খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। নেপিয়ার ঘাস শুকিয়ে সংরক্ষণ করলে পুষ্টি মান কমে যায়। তবে কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ আকার সংরক্ষণ করলে পুষ্টিমান অটুট থাকে।

বীজ থেকে নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি 

নেপিয়ার ঘাসের বীজ সারা বছরই রোপন করা যায়। প্রচন্ড শীত এবং বর্ষার পানি সময় বাদে সবসময় বীয রোপন করা যায় তবে কাটিং এর ক্ষেত্রে সাধারণত বর্ষার কমবে এই ঘাসের কাটিং বা চারা রোপন করা যায়। বৈশাখ জৈষ্ঠ মাসে প্রথম বৃষ্টির পর জমিতে চারা বা কাটিং লাগালে প্রথম বছরে তিন থেকে চার বার পর্যন্ত ঘাস কাট যেতে পারে।

আরো পড়ুন: রাসেল ভাইপার সাপের দংশন থেকে বাঁচার উপায়

বর্ষা মৌসুমে পানির পাশের জমিতে ধান উৎপাদন করা সম্ভব হয় না। অতিরিক্ত বৃষ্টির কারণে প্রতি জমিতে পানি আগাছা বেশি হয়ে থাকে। ফসল উৎপাদন অব্যাহত হয়। তাই এমন লাখ লাখ একর প্রতি জমির সারা বছর খালি পড়ে থাকে। একটু সচেতন হলে আমরা এর জমিগুলো কাজে লাগিয়ে বিপুল অর্থ উপার্জন করতে পারে। বসামস্যম সহ সারা বছর এই জমিগুলোতে নিয়ে পিয়াজ জাতীয় ঘাস চাষ করে গো সম্পদের উপর সব ঘটানো সম্ভব। 

এ ঘা সব ধরনের মাটিতে জন্মে তবে বেলে দু'মাস মাটিতে এর ফলন সবচেয়ে বেশি এক হাঁসের জন্য উঁচু জমি ভালো প্রবালিত জমি ঘাস চাষের জন্য কোন উপযুক্ত।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url