গরু মোটাতাজা করার করণীয়
ভুমিকা
একটি গরুকে কিভাবে মোটাতাজা পড়তে হয় তা আমরা অনেকে জানিনা। গরু পশে লাভবান হওয়ার জন্য আমাদেরকে আগে গরুর সম্বন্ধে ঠিকমতো ধারণা থাকা দরকার। তাই আমাদের করণীয় গুরু কখন পালন করলে বেশি লাভবান হওয়া যায় এই সম্বন্ধে ধারণা নেওয়া। গরু পুষে লাভবান হতে চাইলে ঈদুল আযহার আগে তিন থেকে চার মাস ভালোভাবে খাওয়াতে হয় তাহলে লাভবান হওয়া যায়। গরু মোটা তাজা করার জন্য প্রথমে আমাদেরকে গরু নির্বাচন করতে হবে, গরুর বাসস্থান নির্মাণ করতে হবে, গরুর স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য খাওয়াতে হয়, গরুর জন্য খুব কার্যকরী হয়ে থাকে।
- পোস্ট সুচিপত্র
- গরু নির্বাচন
- বাস স্থান নির্মাণ
- স্বাস্থ্য পরীক্ষা
- সুষম খাদ্য
- পোস্ট সুচিপত্র
- গরু নির্বাচন
- বাস স্থান নির্মাণ
- স্বাস্থ্য পরীক্ষা
- সুষম খাদ্য
গরু নির্বাচন :
গরু বসে আমাদের লাভবান হওয়ার জন্য আগে আমাদেরকে একটি গরু নিতে হবে। গরুটি যেন মোটা প না হয়। গরুটি হতে হবে ভালো জাতের গরু, ভালো জাতের গরু না হলে সে গরুতে লাভ করা যায় না তার জন্য আমাদের আগে একটি ভালো জাতের গরু নিতে হবে। গরুটি দেখতে যেন লম্বা হয় ও চামড়া ঢিলা হতে হবে এমন গরু পোষে আমরা অনেক লাভবান হতে পারব আর গরু নির্বাচন করার আগে এটা মনে রাখতে হবে যে কোটি যেন স্বাস্থ্যহীন ও রোগ মুক্ত নির্বাচন করতে হবে।
বাস স্থান নির্মাণ :
গরু পোষার জন্য আমাদেরকে একটি ভালো জায়গা নির্বাচন করতে হবে। তারপর আমাদেরকে একটি খামার তৈরি করতে হবে, প্রতিটি গরুর জন্য দৈর্ঘ্য ৮ ফুট প্রস্থ ৬ ফুট ও উচ্চতা ৮ ফুট হতে হবে । ঘরের ভিতর আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। ঘরের ভিতরে একদিকে ঢালু করতে হবে, যাতে করে গরুর মলমুদ্র একদিকে চলে আসছে, এতে করে গরুর সুস্থ থাকবে। আবার ঘরের ভেতর ও পানির পাত্র রাখতে হবে যাতে করে গরুর খাবার খেতে কোন সমস্যা না হয়।
স্বাস্থ্য পরীক্ষা :
বাজার থেকে গরু ক্রয় করার পর ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে। গরুর রক্ত, মল জিব্বা, পায়ের ক্ষুর, নালির ননদ ইত্যাদি পরীক্ষা করাতে হবে। পুরো অসুস্থ থাকলে আমাদেরকে আগে চিকিৎসা করাতে হবে।
সুষম খাদ্য :
গরু মোটাতাজা করার জন্য আমাদেরকে গরুকে সুষম খাদ্য খাওয়াতে হবেগরুর খাদ্যের দিকে খেয়াল রাখতে হবে গরুর খাবার কিনে নিয়ে এসে খাওয়াতে হবে। গরু যত বড় হবে তার খাবারের পরিমাণ তত বাড়াতে হবে।যেমন: সবুজ ঘাস, খর, ভুষি, আটা, খুদি, গম, ভুট্টা ইত্যাদি ।
আরও পড়ুন অনলাইন ইনকাম
একটি গরুকে মোটা করার জন্য গরুটিকে ঠিকমতো খাবার দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন সুষম খাদ্য হয়।গরুর খাবার চাহিদা পূরণ করতে হবে। গরু মোটা করার জন্য প্রয়োজন যেমন: সবুজ, ঘাস, খর গম্বি, ভুট্টা, খোল, খুদি, আটা ইত্যাদি। এসব খাওয়ার গরুর জন্য খুব প্রয়োজন,।এতে করে গরু খুব তাড়াতাড়ি মোটা যাত করণ হবে। এসব খাবার গরুকে খাওয়ালে একজন খামারি খুব তাড়াতাড়ি লাভজনক হতে পারবে। খুব তাড়াতাড়ি মোটা হবে কি করে অনেক লাভ করা যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url